বাড়িতে বসে হাতের কাজ করে ইনকাম
বর্তমান সমাজে সবাই চাই আর্থিক ভাবে সাবলম্বি হতে। যদি ফ্যামিলিতে ৫ জন মেম্বার থাকে আর একজন ইনকাম করে তাহলে সংসার ভালোভাবে চললেও সঞ্চয় কিন্তু খুব একটা হয়না। তাই যদি ফ্যামিলির অন্যান্য মেম্বার বাড়িতে বসে হাতের কাজ করে ইনকাম করে তাহলে কিন্তু সংসার নামের গাড়িটি খুব ভালাভবে চলার পাশাপাশি সন্তানদের ভবিষ্যতের জন্য কিংবা ইমারজেন্সি জন্য সঞ্চয়ও হয়। আর লাইফস্টাইল ও হয় আধুনিক।
আজ আপনি বাড়িতে বসে হাতের কাজ করে টাকা উপার্জন করার ১০ টি উপায় জানতে পারবেন।
বাড়িতে বসে টাকা ইনকাম এর ১০ টি উপায়ের মধ্যে আপনি ১ টি বা একের অধিক যেটাতে আপনারা ইন্টারেস্ট তাই নিয়ে কাজ করে ইনকাম করে সনির্ভর হতে পারবেন।
টিউশন পড়ানো (Home tutior)
আপনি গুগলে এই লেখাটি পড়ছেন মানে আপনি যথেষ্ট শিক্ষিত মানুষ। উচ্চ শিক্ষিত হলে খুব ভালো আর না হলেও কোনো অসুবিধে নেই। আপনি মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েশন কিংবা মাস্টার ডিগ্রী কমপ্লিট আপনার কোয়ালিফিকেশন যাই হোক না কেনো আপনি নার্সারি থেকে প্রাইমারি কিংবা ক্লাস টেন পর্যন্ত টিউশন পড়াতে পারেন।
অনেকেই ভাবেন যে আমি তো ইংলিশ বা গণিতে কাঁচা তাই আমি পড়াতে পারবোনা। কোনো অসুবিধে নেই সব সাবজেক্ট পড়াতে হবে এমন কোনো কথা নেই। যদি সব সাবজেক্ট পড়াতে পারেন পড়াবেন নাহলে বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পার্টিকুলার কোনো সাবজেক্ট এর ওপর স্পেশাল টিউশন ও পড়াতে পারেন।
যদি নার্সারি স্টুডেন্ট পড়ান বর্তমান সময়ে মিনিমাম চার্জ ৫০০ টাকা প্রতি মাস থেকে ১০০০/২০০০ পর্যন্ত। যদি ১০ জনকে পড়ান মাসে ১০*৫০০=৫০০০ টাকা ইনকাম।
সেলাই করে ইনকাম
সেলাই করার মাধ্যমে বাড়িতে বসে ইনকাম করতে পারেন। একাধিক উপায়ের মাধ্যমে ট্রেলার এর কাজ করে ইনকাম করা যায়। উপায় গুলি হলো:
সেলাই প্রোডাক্ট বানানো:
আপনি বিভিন্ন পণ্য তৈরি করে সেলাই করতে পারেন, যেমন পোশাক, জুতা, হোম ডেকোর আইটেম ইত্যাদি।
টেইলরিং সার্ভিস প্রদান:
আপনি লোকদের জন্য সেলাই সার্ভিস প্রদান করতে পারেন, তাদের পোশাক বা অন্যান্য পোষাকগুলি এবং টেইলারিং কাজ করে তাদের সুবিধা করতে।
অনলাইনে সেলাই প্রোডাক্ট বিক্রি করা:
আপনি অনলাইন মার্কেটপ্লেসে একটি দোকান খুলে সেলাই প্রোডাক্ট বিক্রি করতে পারেন, যেমন Etsy, eBay, অথবা নিজের ওয়েবসাইট তৈরি করতে পারেন।
কাস্টম সেলাই পরিষেবা:
আপনি লোকদের কাস্টম সেলাই সেবা প্রদান করতে পারেন, যেখানে তাদের পছন্দ মতো পোশাক তৈরি করবেন।
সেলাই ক্লাস শিখানো:
আপনি সেলাই ক্লাস শিখানো এবং লোকদেরকে সেলাই শেখানোর জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করতে পারেন।
সেলাই করা একটি ক্রিয়াশীল এবং শিখতে সহজ, এই কাজটি দিয়ে বাড়িতে বসে ইনকাম করা সম্ভব।
ফটোগ্রাফি করে ইনকাম
যদি আপনি ইনভেস্ট করতে সক্ষম তাহলে একটি ক্যামেরা কিনে ফটোগ্রাফি কাজ শুরু করতে পারেন। যদি অর্থ কম থাকে তাহলে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা নিন পরে নতুনের দিকে যাবেন।
একটি বিয়ে বাড়িতে ফটো তুলতে আপনি মিনিমাম ৫০০০ টাকা চার্জ করতে পারেন। এছাড়া ফটোগ্রাফি করে ইনকাম করার কয়েকটি উপায় হতে পারে।
আপনার ভালো কাজগুলি একটি পোর্টফোলিওতে সংগ্রহ করুন এবং ইনটারনেটে অথবা স্থানীয় বাজারে এটি প্রচার করুন।
অনলাইন মার্কেটপ্লেসে যোগ দিন, যেমন Shutterstock, Adobe Stock, বা ইউনস্প্ল্যাশ, এবং আপনার ছবি তাদের প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন।
এছাড়াও আপনি সন্দীপ মহেস্বরী নাম হয়তো শুনেছেন উনি হলেন https://www.imagesbazaar.com এর ফাউন্ডার। এক একটি ছবির মূল্য ত্রিশ হাজারের ও বেশি imageshazaar এর মধ্যে। আপনি একবার ভিজিট করে দেখতে পারেন imageshazaar এ গিয়ে। স্টক ফোটোগ্রাফি আপনি ছবি তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করতে পারেন, তাদের সাইটে বা স্টক ফোটোগ্রাফি প্ল্যাটফর্মে ছবি তৈরি করতে পারেন।
হোম ক্লিনিং সেবা করে ইনকাম
হোম ক্লিনিং সেবা করে ইনকাম করা হতে পারেন এবং এটি একটি দ্রুত ও চলমান ব্যবসায়িক পথ হতে পারে। নিম্নে কিছু উপায় উল্লেখ করা হল:
ক্লিনিং সার্ভিস তৈরি করুন:
হোম ক্লিনিং সার্ভিস তৈরি করুন এবং স্থানীয় কাস্টমারদের জন্য পূর্ণাঙ্গ হোম ক্লিনিং প্যাকেজ চুক্তি করুন।
স্থানীয় বাজারে প্রচার করুন:
আপনি আপনার হোম ক্লিনিং সেবা প্রচার করতে পারেন স্থানীয় কমিউনিটি বা সামাজিক মাধ্যম ব্যবহার করে।
অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্টার করুন:
হোম ক্লিনিং সেবা অনলাইন মার্কেটপ্লেসে রেজিস্টার করতে পারেন, যেমন TaskRabbit, এটি আপনার সেবা কে আরও প্রসারিত করতে সাহায্য করতে পারে।
প্রোমোশন এবং বিজ্ঞাপন:
আপনি আপনার সেবা প্রচার এবং বিজ্ঞাপন করতে পারেন লোকাল স্থানীয় সামাজিক মাধ্যম বা মার্কেটিং প্রচারের মাধ্যমে।
বাড়ি ক্লিনিং প্যাকেজ চুক্তি করুন:
সম্পূর্ণ হোম ক্লিনিং প্যাকেজ চুক্তি করুন যাতে ক্লায়েন্টগুলি একটি পূর্ণাঙ্গ ক্লিনিং সার্ভিস পান।
দক্ষতা এবং প্রশাসনিক দক্ষতা:
একটি সার্ভিস ব্যবসা চালানোর জন্য আপনার দক্ষতা এবং প্রশাসনিক দক্ষতা উন্নত করুন তাতে আপনি সার্ভিস গুলি ঠিকমত প্রদান করতে সক্ষম হতে পারেন।
কাস্টমার সেবা:
গ্রাহকের সাথে ভালো সম্পর্ক স্থাপন এবং কাস্টমার সেবা প্রদান করুন যাতে তারা আবার আসতে ইচ্ছুক হন।
হোম ক্লিনিং সেবা করার জন্য সঠিক বিপণি এবং গ্রাহকের সাথে ভালো যোগাযোগ করতে গুরুত্বপূর্ণ।
ওয়ার্কআউট ইনস্ট্রাক্টর হন:
আপনি যদি ফিটনেসে আগ্রহী হন, তাদের জন্য ওয়ার্কআউট ইনস্ট্রাক্টর হতে পারেন এবং বাড়িতে বা অনলাইনে ক্লায়েন্টদের জন্য ট্রেনিং দিতে পারেন।
ফুড বিজনেস করুন:
খাদ্য জামাকাপড় ঘর এই তিনটে জিনিসের প্রয়োজন কোনোদিন ফুরোবে না। তাই এই তিনটে জিনিস নিয়ে আপনার কোনো ব্যাবসা বা কাজের কোনো অভাব হবেনা।
বাড়িতে খাওয়ায় বানিয়ে ইনকাম করার কয়েকটা উপায়
খাওয়ায় ডেলিভারি সার্ভিস:
আপনি বাড়িতে খাওয়ায় বানিয়ে ইনকাম করতে খাবার ডেলিভারি সার্ভিস শুরু করতে পারেন। লোকজনের জন্য সুবিধাজনক হতে পারে এই পরিষেবা।
ক্যাটারিং সেবা:
বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিং সেবা দিতে পারেন, যেমন বিয়েবাড়ি, জন্মদিন, অনুষ্ঠান ইত্যাদি।
হোম বেকারি বা কেক বানানো:
বাড়িতে কেক, পাস্ট্রি, বিভিন্ন ডেজার্ট তৈরি করে ওইগুলি বিক্রয় করতে পারেন।
অনলাইন ক্লাস দেওয়া:
আপনি অনলাইনে খাদ্য বিষয়ক ক্লাস দিতে পারেন, যেখানে লোকজন রান্না শেখার সহায়ে খাওয়া তৈরি করতে পারে।
এই উপায়ে আপনি বাড়িতে খাওয়ায় বানিয়ে ইনকাম করতে পারতেন।
Conclusion:
মানুষ চাইলে পারেনা এমন কাজ নেই বললেই চলে। শুধু প্রয়োজন অ্যাকশন নেওয়ার। আপনি যদি ৫ তলা বাড়ির ওপরে উঠতে চান আপনাকে কিন্তু প্রথমে একটা সিড়ির ওপর পা ফেলতে হবে তারপর আর একটা এইভাবে একটার পর একটা পা ফেলে ছোটো ছোটো স্টেপ নিয়ে কিন্তু আপনি শীর্ষে পৌঁছে যাবেন। অনুরূপভাবে যেকোনো কাজ শুরু করে ফেলুন তারপর সব ক্লিয়ার হয়ে যাবে।