জ্ঞানচক্ষু Important MCQ:
১) জ্ঞানচক্ষু শব্দের অর্থ হলো –
ক) বোধোদয়
খ) জ্ঞানের চক্ষু
গ) চাক্ষুষ সম্বন্ধীয় জ্ঞান
ঘ) চাক্ষুষ জ্ঞান
উ:- ক) বোধোদয়
২) তপনের নতুন মেসোমশাই ছিলেন একজন –
ক) অভিনেতা
খ) খেলোয়াড়
গ) নেতা
ঘ) লেখক
উ:- ঘ) লেখক
৩) ‘ যেন নেশায় পেয়েছে’ কাকে নেশা পাওয়ার কথা বলা হয়েছে –
ক) ছোট মাসি
খ) তপন
গ) ছোট মামা
ঘ) বাবা
উ:- খ) তপন
৪) তপন যে আত্মীয়ার বাড়িতে এসেছিল –
ক) ছোট পিসির
খ) ছোট মামার
গ)ছোট মাসির
ঘ) মেজো মামার
উ:- গ) ছোট মাসির
৫) চোখ মার্বেল হয়ে গেলো –
ক) তপনের
খ) ছোট মাসির
গ) ছোট মেসোর
ঘ) তপনের মায়ের
উ:- ক) তপনের
৬) তপনের পুরো নাম ছিল –
ক) তপন কুমার রায়
খ) তপন রায়
গ) তপন কান্তি রায়
ঘ) তপন কুমার সেন
উ:- ক) তপন কুমার রায়
৭) তপনের গল্পঃ শুনে সবাই –
ক) হাসে
খ) দুঃখ পায়
গ) রাগ হয়
ঘ) কেঁদে দেয়
উ:- ক) হাসে
৮) তপনের লেখা গল্পের নাম ছিল –
ক) প্রথম পরীক্ষা
খ) প্রথম দিন
গ) শেষ রাত
ঘ) শেষ দিন
উ:- খ) প্রথম দিন
৯) পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ও ঘটে? অলৌকিক ঘটনাটি হলো –
ক) বাড়িতে তপনের নাম hoye গেছে কবি, সাহিত্যিক
খ) তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে
গ) তপনের মাসির বিয়ে হয়েছিল
ঘ) এক লেখকের সঙ্গে তপনের ছোট মাসির বিয়ে হয়েছে
উ:- খ) তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে
১০) ‘ রত্নের মূল্য জহুরীর কাছেই ‘ – জহুরী কে?
ক) ছোট মাসি
খ) ছোট মেসো
গ) প্রকাশক
ঘ) তপন
উ:- খ) ছোট মেসো
১১) তপনের গল্প যে পত্রিকায় ছাপানো হয় টা হলো –
ক) সন্ধ্যাতারা
খ) সন্ধ্যা বাতি
গ) সন্ধ্যা প্রদীপ
ঘ) সাঁঝবেলা
উ:- ক) সন্ধ্যাতারা
১২) ‘ চায়ের টেবিলে কথা ওঠে ‘- কখন?
ক) সকালে
খ) দুপুরে
গ) বিকেলে
ঘ) সন্ধ্যাবেলা
উ:- গ) বিকেলে
ভিডিও দেখার জন্য ক্লিক করুন 👉
জ্ঞানচক্ষু Important Short Questions:
প্রশ্ন: ১) ‘ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের ‘- কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল?
উ:- একজন লেখক ও যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণ ও যে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হয় সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল।
প্রশ্ন: ২) ‘ অনেক বই ছাপানো হয়েছে ‘- কর অনেক বই ছাপানো হয়েছে?
উ:- তপনের ছোট মেসো, যিনি আসলে লেখক, তার ই অনেক বই ছাপা হয়েছে।
প্রশ্ন: ৩) ” তবে তপনের ই বা লেখক হতে বাধা কি? “- তপনের লেখক হতে বাধা ছিল কেন?
উ:- তপন মনে করতো লেখকরা তার মতো সাধারণ মানুষ নয়, হয় তো তারা অন্য গ্রহের জীব- তাই তার লেখক হতে বাধা ছিল। অথবা, নতুন মেসো কে দেখে তপন বুঝতে পারলো তিনি তাদের মতোই মানুষ, আকাশ থেকে পড়া কোনো জীব নয়। তাই তপনের ও লেখক হতে কোনো বাধা নেই।
প্রশ্ন: ৪) কাকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল?
উ:- নতুন মেসো অর্থাৎ ছোট মেসোমশাইকে দেখে তপনের জ্ঞান চক্ষু খুলে গেল।
প্রশ্ন: ৫) তপনের ছোট মেসো ছোট মামার মত কি করেন?
উ:- তপনের ছোট মেসো ছোট মামার ম তো খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন,তর্ক করেন, এদেশের কিছু হবেনা, বলেন।
প্রশ্ন: ৬) তপনের ছোট মেসোমশাই এর পরিচয় কী?
উ:- তপনের ছোট মেসোমশাই একজন কলেজের অধ্যাপক। তিনি একজন সত্যিকারের লেখক।
প্রশ্ন: ৭) তপনের ছোট মেসোমশাই সুযোগ পেলে কি করতেন?
উ:- তপনের ছোট মেসোমশাই সুযোগ পেলে দিবানিদ্রা যেতেন।
প্রশ্ন: ৮) “তা হলে বাপু তুমি ওর গল্প টা ছাপিয়ে দিও”- এই কথাটি কে কাকে বলেছে?
উ:- লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা “জ্ঞান চক্ষু” গল্পে তপনের ছোট মাসি তার স্বামী কে অর্থাৎ ছোট মেসো কে এই কথা বলেছেন।
প্রশ্ন: ৯) বিকেলে চায়ের টেবিলে কি কথা ওঠে?
উ:- লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা ” জ্ঞান চক্ষু” গল্পে তপনের গল্প লেখার ব্যাপারটা বিকেলে চায়ের টেবিলে ওঠে।
প্রশ্ন: ১০) লেখার প্রকৃত মূল্য কে বুঝবে বলে তপন মনে করেছিল?
উ:-তপনের ছোট মেসো লেখালেখি করতেন। তার অনেকগুলো বই ছিল। তিনি যেহেতু অনেক বই লিখেছেন,তাই লেখক মানুষ হিসেবে তিনিই লেখার প্রকৃত মূল্য বুঝবেন বলে তপন মনে করেছিল।
প্রশ্ন: ১১) “লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসো ই বুঝবে।”- লেখার প্রকৃত মূল্য কেবল নতুন মেসো ই বুঝবে কেন?
উ:- নতুন মেসো একজন নাম করা লেখক। তাই তিনিই তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবেন।
প্রশ্ন: ১২) “সন্ধ্যাতারা” পত্রিকায় লেখা ছাপা প্রসঙ্গে তপনের মেসো মশাই কি বলেছিলেন?
উ:- “সন্ধ্যাতারা” পত্রিকায় সম্পাদক ছিলেন তপনের মেসোমশাই এর পরিচিত তপনের লেখা দেখে মেসোমশাই বলেছিলেন, তিনি যদি “সন্ধ্যাতারা” পত্রিকার সম্পাদক কে লেখা ছাপানো র কথা বলেন তাহলে সম্পাদক মশাই না বলতে পারবেন না।
প্রশ্ন: ১৩) গল্প লেখার পর তপনের কি মনে হয় ছিল?
উ:- একটা গোটা গল্প সে লিখে ফেলেছে এটা ভেবেই তপনের সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো, মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে উঠলো। সে ভাবলো এখন তাকে ও লেখক বলা যায়।
প্রশ্ন: ১৪) বিয়ে হয়ে ছোট মাসি কীরকম হয়ে গেছে?
উ:- লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা “জ্ঞান চক্ষু” গল্পে তপনের ছোট মাসি বিয়ে হওয়ার পর একটু মুরুব্বি hoye গেছে।
প্রশ্ন:- ১৫) তপনের গল্প ছাপা হলে তার মা প্রথমে কী বলেন?
উ:- তপনের গল্প ছাপা হলে তার মা প্রথমে বলেন, “কই তুই নিজের মুখে একবার পড় তো শুনি! বাবা, তোর পেটে পেটে এত”
আরও পড়ুন 👉 ইউটিউব থেকে ইনকাম কিভাবে করবেন
প্রশ্ন: ১৬) “মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন”- মেসোর হাসির কারণ কী?
উ:-মেসো জানেন তপনের গল্প তিনি সংশোধন করে নিজে সম্পাদকের হাতে জমা দিয়েছেন আর তা ছাপানো র কাজে সার্থক হয়েছেন, তাই তিনি মৃদু মৃদু হাসেন।
প্রশ্ন: ১৭) “ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে”- কোন কথাটি ছড়িয়ে পড়ে?
উ:- ছোট মাসির বিয়েতে এসে একটা আস্ত গল্প লিখে ফেলে,সেই গল্প ছাপার পর মেসোর কারেকশন এর কথা ছড়িয়ে পড়ে।
প্রশ্ন:- ১৮) “ছোট মাসি সেইদিকে ধাবিত হয়”- ছোট মাসি কোন দিকে ধাবিত হয়?
উ:- মেসোমশাই যেদিকে দিবানিদ্রা দিচ্ছিলেন সেদিকে ছোট মাসি ধাবিত হয়।
প্রশ্ন: ১৯) “তপন অবশ্য মাসির এই হইচই তে মনে মনে পুলকিত হয়”- তপনের এই পূলকের কারণ কী?
উ:- তপনের মাসি তপনের লেখা নিয়ে মেসোমশাই এর কাছে গিয়ে হইচই করলে সে পুলকিত হয় কারণ তার লেখার মূল্য একমাত্র মেসোমশাই এর পক্ষেই বোঝা সম্ভব।